Bank Bank Recruitment 2023, বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে আলোচনা করা হয়েছে -





পদের নাম -
১) Teller 
২) Customar Relationship Officer 

শিক্ষাগত যোগ্যতা - 
যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/উচ্চ-মাধ্যমিক/গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |



আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


বয়সসীমা 

প্রার্থীদের বয়স ৩২ বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |


নিয়োগ পদ্ধতি -

 আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে |


ইন্টারভিউ-এর ঠিকানা -
Bandhan Bank Branch - 88,Block A, Bangur Avenue, North 24 Parganas, West Bengal, PIN- 700055. 

ইন্টারভিউ-এর তারিখ -
 আগামী ৪ঠা জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে |

অফিসিয়াল নোটিশ -


Credit to - Career Dot Com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ