রাজ্যে মাধ্যমিক পাস যোগ্যতায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 11 হাজার কর্মী নিয়োগ | 10 Pass PNB Bank Recruitment
শূন্যপদ গুলির নাম:-
ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের পক্ষ থেকে সারা দেশে গড়ে ওঠা বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে মোট ১১ হাজার ৬৬২ টি শূন্যপদে যে যে ধরনের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-
• পিওন
• ক্লার্ক
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ দুটির মধ্যে পিওন পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবং ক্লার্ক পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও উচ্চশিক্ষিতরাও এক্ষেত্রে সমান ভাবে আবেদনের যোগ্য।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে সংশ্লিষ্ট দুটি শূন্যপদেই চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
অন্যান্য যোগ্যতা:-
পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে পিওন ও ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর উপরিউক্ত শিক্ষাগত যোগ্যতা গুলি ছাড়াও কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো রকম কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের জন্য ডেকে নেওয়া হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
• আধার কার্ড বা ভোটার কার্ড।
• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
• কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
• কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
• এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
• আবেদনকারীর নিজের সিগনেচার ।
• লেফট থাম্ব ইমপ্রেশন।
• সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের অধীনে ক্লার্ক ও পিওন নিয়োগ করার জন্য এখনও পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়নি। তবে খুব শীঘ্রই ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে অনলাইন আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Apply link-
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box