স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

 স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন




পদের নাম: কাউন্সিলের, অর্ডারোলি 

শূন্যপদের সংখ্যা: কাউন্সিলের – ০২ টি অর্ডারলি – ০১ টি

মাসিক বেতন: কাউন্সিলার – ১৩,৫০০/- টাকা অর্ডারোলি – ১২,০০০/- টাকা 

কী কী যোগ্যতা প্রয়োজন -

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বয়স সীমা: আবেদন করতে পারবেন ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা।


জরুরী ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, বয়সের প্রমাণ পত্র, পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত সার্টিফিকেট 

আবেদন করার তারিখ:আবেদন প্রক্রিয়া শুরু – ২৪/০২/২০২৫ তারিখে। আবেদন প্রক্রিয়া শেষ – ১৬/০৩/২০২৫ তারিখে।


Apply link-

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ