জেলায় জেলায় BSK কর্মী নিয়োগ, 10th pass govt job, wb govt job 2025

 

জেলায় জেলায় BSK কর্মী নিয়োগ, 10th pass govt job, wb govt job 2025


পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর (DEO)।


বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় থাকে সেটাও পাওয়া যাবে।

বেতন কাঠামো

এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে ১১,০০০ টাকা প্রদান করা হবে।


শিক্ষাগত যোগ্যতা 

DEO – পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত গ্রাজুয়েশন ডিগ্রী পাস করা থাকতে হবে ও তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন চালানোর দক্ষতা ও সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।


নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।


Apply link-

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ