রাজ্যের সরকারি হোস্টেলে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন

 

রাজ্যের সরকারি হোস্টেলে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন


পদের নাম: হোস্টেল সুপারিনটেনডেন্ট, হেল্পার, কুক 

শূন্যপদের সংখ্যা:

  • হোস্টেল সুপাড়িতেন্ডেট – ০১ টি
  • হেল্পার – ০১ টি
  • কুক – ০১ টি 

মাসিক বেতন:

  • হোস্টেল সুপারিনটেনডেন্ট – ১২,০০০/- টাকা।
  • হেল্পার – ৭,০০০/- টাকা
  • কুক – ৫,০০০/- টাকা

কারা কারা আবেদন করতে পারবেন 

শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগের মাধ্যমে যেহুতু তিনটি আলাদা পদে নিয়োগ করা হবে, তাই সেই প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

  • হোস্টেল সুপারিনটেনডেন্ট – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
  • হেল্পার – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
  • কুক – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বয়স সীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।


কিভাবে আবেদন করবেন 

আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে অফলাইন ভাবে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া অফলাইন ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর একটি A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। তারপর সেই প্রিন্ট করা আবেদন ফর্মটির উপর নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি জেরক্স করে যুক্ত করতে হবে। এরপর একটি মুখ বন্দি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে।

দরকারি ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ঠিকানায় প্রমাণ পত্র 


আবেদনের ফর্ম-

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ