রাজ্য পোস্টঅফিসে প্রচুর পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জানান হলো রাজ্যের পোস্টঅফিসের বিভাগ থেকে । মাধ্যমিক পাশে নতুন পদে কর্মী নিয়োগ । সরকারি চাকরির নতুন আপডেট । ২৩ টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে । কিভাবে কবে কোথায় আবেদন করবে দেখে নিন -
পদের নাম -
1. Postal Life Insurance (PLI)
2. Rural Postal Life Insurance (RPLI)
এই দুটি পদে পোস্টঅফিসে সরাসরি আবেদন করতে পারবে । প্রতিটি জেলায় এই পদে কর্মী নিয়োগ চলছে । কিছু কিছু জেলায় নিয়োগ হয়েছে আবার কোথাও হবে ।
শিক্ষাগত যোগ্যতা -
এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশে নিয়োগ হবে । মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাশ । কোন রকম অভিজ্ঞতার দরকার হবে না । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
পোস্টঅফিসের এই পদ দুটির বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৫০ বছর বয়স । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান এই বয়সসীমার মধ্যে হতে হবে ।
নিয়োগের প্রক্রিয়া -
কোন লিখিত পরীক্ষা ছাড়াই এই পদে নিয়োগ হবে । সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ । ইন্টারভিউতে পাশ করলে মেরিট লিস্ট বেরোবে, সেখানে যার নাম থাকবে সে সিলেক্ট হবে ।
For Interview important Documents Needed -
১. মাধ্যমিকের পাশ সার্টিফিকেট
২. মাধ্যমিকের এডমিট কার্ড
৩. বয়সের প্রমানপত্র
৪. আধার কার্ড
৪. ভোটার কার্ড
৬. কাস্ট সার্টিফিকেট
৭. Bio Data
আবেদনমূল্য -
যারা আবেদন করতে চাইছেন কোন রকম আবেদন মূল্য লাগবে না ।
ইন্টারভিউর ডেট এবং স্থান -
ইন্টারভিউ হবে ১০. ৩০ থেকে ১.৩০ পর্যন্ত ।
১. ইসলামপুর সাব-পোস্টঅফিস - ৪/০৫/২০২২
২. রায়গজ্ঞ মুখ্য ডাকঘর - ০৫/০৫/২০২২
৩. কালিয়াগজ্ঞ সাব- পোস্ট অফিস - ১০/০৫/২০২২
৪. বালুরঘাট হেড পোস্টঅফিস - ১১/০৫/২০২২
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন -
ইন্টারভউর দিন সবাই অরিজিনাল ও জেরক্স দুটি নিয়ে যাবেন ।
1 মন্তব্যসমূহ
North 24 parganas, Basirhat
উত্তরমুছুনPlease do not enter any spam link in the comment box