5280 শূন্যপদে স্টেট ব্যাংকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন যেকোনো জেলা থেকে | State Bank of India Recruitment 2023

 5280 শূন্যপদে স্টেট ব্যাংকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন যেকোনো জেলা থেকে | State Bank of India Recruitment 2023.



পদের নাম: স্টেট ব্যাংকের এই নিয়োগে প্রার্থীদের মূলত সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) পদে নিযুক্ত করা হবে।


মোট শূন্যপদ: একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 5280 টি শূন্যপদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করলেই আপনি আবেদনযোগ্য।


প্রার্থীর বয়সসীমা: 21 থেকে 30 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


নিয়োগ পদ্ধতি -
এই পদে নিয়োগ হবে কোন পরীক্ষা ছাড়াই প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ।


আবেদনের শেষ তারিখ -

12/12/23


আবেদনের লিংক -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ