রাজ্যে পোস্ট অফিসে কর্মী নিয়োগ ২০২২: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

 রাজ্য পোস্টঅফিসে প্রচুর পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জানান হলো রাজ্যের পোস্টঅফিসের বিভাগ থেকে । মাধ্যমিক পাশে নতুন পদে কর্মী নিয়োগ । সরকারি চাকরির নতুন আপডেট । ২৩ টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে । কিভাবে কবে কোথায় আবেদন করবে দেখে নিন -



পদের নাম -

1. Postal Life Insurance (PLI)

2. Rural Postal Life Insurance (RPLI)


এই দুটি পদে পোস্টঅফিসে সরাসরি আবেদন করতে পারবে । প্রতিটি জেলায় এই পদে কর্মী নিয়োগ চলছে । কিছু কিছু জেলায় নিয়োগ হয়েছে আবার কোথাও হবে ।


শিক্ষাগত যোগ্যতা -

এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশে নিয়োগ হবে । মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাশ । কোন রকম অভিজ্ঞতার দরকার হবে না । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

পোস্টঅফিসের এই পদ দুটির বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৫০ বছর বয়স । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান এই বয়সসীমার মধ্যে হতে হবে ।


নিয়োগের প্রক্রিয়া -

কোন লিখিত পরীক্ষা ছাড়াই এই পদে নিয়োগ হবে । সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ । ইন্টারভিউতে পাশ করলে মেরিট লিস্ট বেরোবে, সেখানে যার নাম থাকবে সে সিলেক্ট হবে ।


For Interview important Documents Needed -

১. মাধ্যমিকের পাশ সার্টিফিকেট 

২. মাধ্যমিকের এডমিট কার্ড 

৩. বয়সের প্রমানপত্র

৪. আধার কার্ড

৪. ভোটার কার্ড

৬. কাস্ট সার্টিফিকেট

৭. Bio Data


আবেদনমূল্য

যারা আবেদন করতে চাইছেন কোন রকম আবেদন মূল্য লাগবে না । 


ইন্টারভিউর ডেট এবং স্থান -

ইন্টারভিউ হবে ১০. ৩০ থেকে ১.৩০ পর্যন্ত ।

১. ইসলামপুর সাব-পোস্টঅফিস  - ৪/০৫/২০২২

২. রায়গজ্ঞ মুখ্য ডাকঘর - ০৫/০৫/২০২২

৩. কালিয়াগজ্ঞ সাব- পোস্ট অফিস - ১০/০৫/২০২২

৪. বালুরঘাট হেড পোস্টঅফিস - ১১/০৫/২০২২


অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন - 

Click here


ইন্টারভউর দিন সবাই অরিজিনাল ও জেরক্স দুটি নিয়ে যাবেন


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Please do not enter any spam link in the comment box