রাজ্যে জেলায় জেলায় ব্যাংক কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB District Bank Job Recruitment

 রাজ্যে জেলায় জেলায় ব্যাংক কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB District Bank Job Recruitment




এক্ষেত্রে বিভিন্ন জেলার সমবায় ব্যাংক কর্তৃক জেলায় জেলায় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বেশ কয়েক ধরনের শূন্য পদ রয়েছে –

  1. অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক 
  2. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
  3.  সুপারভাইজার
  4.  ক্যাশিয়ার 
  5. লেজার কিপার 
  6. অ্যাসিস্ট্যান্ট গ্রেট ওয়ান ও গ্রেট টু 

এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে : 
যে সমস্ত প্রার্থীরা রাজ্যের বিভিন্ন জেলার সমবায় ব্যাংকের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে স্নাতক পাস। এর পাশাপাশি প্রার্থীদের কিছু পদের জন্য কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 

মাসিক বেতন : যদিও বিভিন্ন পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন আলাদা আলাদা হবে, তবে ন্যূনতম পদের জন্য মাসিক বেতন শুরু হবে ২১ হাজার ৮০০ এবং সর্বোচ্চ পদের জন্য নূন্যতম মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে শুরু হবে। 

আবেদন মূল্য : এক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য আলাদা আলাদা হবে। অসংরক্ষিত ও ওবিসি দের জন্য আবেদন মূল্য হবে ৬৫০ টাকা এবং এসসি, এসটি দের জন্য আবেদন মূল্য হবে ২৫০ টাকা। 

Apply link-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ