জেলার জমি রেজিস্ট্রি অফিসে DEO নিয়োগের বিজ্ঞপ্তি, জেলায় চাকরির কর্মস্থলের সুবিধা -Data Entry Operator Job
পদের নাম -
গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, রাজ্যে সমস্ত জায়গায় নিয়োগ।
প্রয়োজনীয় ডকুমেন্টস যা আবেদন করার সময় সাথে রাখতে পারবেন: নিচে উল্লেখিত ডকুমেন্টস সাথে রাখলে নির্ভূল ভাবে আবেদন করা যাবে –
1. বয়সের বা জন্ম তারিখ সার্টিফিকেট
2. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
3. পাসপোর্ট সাইজের রিসেন্ট রঙিন ছবি
4. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট
5. বাসিন্দা প্রমাণ হিসেবে আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য ডকুমেন্টস
বাছাই পদ্ধতি : প্রার্থীদের তিনটি পদ্ধতির মাধ্যমে যাচাই নিয়োগ করা হবে।
1. পরীক্ষা
2. কম্পিউটার পরীক্ষা
3. ইন্টারভিউ
পরীক্ষা হবে 60 নম্বরের যেখানে বাংলা,ইংরেজি, GK, অঙ্ক ও মাধ্যমিক স্টান্ডার্ট কম্পিউটার বিষয় থেকে প্রশ্ন করা হবে।
এরপর 30 নম্বরের কম্পিউটার টেস্ট এবং সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে মোট 100 নম্বরের অনুযায়ী নিয়োগ করা হবে।
বয়সসীমা : ডাটা এন্ট্রির কাজের জন্য (Data Entry Operator) আবেদন জানাতে বয়স থাকতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা : প্রার্থীদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে MS Word, MS ExCeL এর যাবতীয় কাজ জানতে হবে।
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box