ক্লার্ক পদে রাজ্যে নিয়োগ মাধ্যমিক পাশে, wb clerk recruitment 2024

 ক্লার্ক পদে রাজ্যে নিয়োগ মাধ্যমিক পাশে, wb clerk recruitment 2024



পদের নাম: 

 গ্রুপ সি বিভাগের অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।


মাসিক বেতন: 

 অ্যাটেনডেন্ট পদে কর্মরত প্রার্থীদের মাসিক স্যালারি প্রদান করা হবে ১০,৯০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা।


শিক্ষাগত যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা দরকার নূন্যতম মাধ্যমিক পাশ।


বয়সসীমা -

বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


নিয়োগ পদ্ধতি-

আবেদনকারী দের এখানে অনলাইন পরীক্ষা ও যোগ্যতার প্রকৃতির ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।


আবেদনের লিংক -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ