হাসপাতালে DEO পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি, দেখুন কিভাবে আবেদন করবেন

 হাসপাতালে DEO পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি, দেখুন কিভাবে আবেদন করবেন



শূন্যপদের নাম ও সংখ্যা: এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মাত্র ১জন কর্মী নিয়োগ হবে।


বেতন: এখানে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীকে মাসিক বেতন হিসেবে ১৮,০০০/- টাকা দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো সরকারি স্কুল থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ।


বয়সসীমা: এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা প্রয়োজন ২৬/০৮/২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৮ বছর।


আবেদন পত্র জমা ও ওয়াক ইন ইন্টারভিউর ঠিকানা: আগ্রহী প্রার্থীদের কে তাদের প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন পত্রটি নিয়ে Academic Buiding, 1st Floor, Principal Office, Murshidabad Medical College & Hospital এই ঠিকানায় সকাল দশটার আগে উপস্থিত হতে হবে।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ