রাজ্যে পোস্ট অফিসে কর্মী নিয়োগ নতুন ভাবে । Wb post office job vacancy 2024
পদের নাম: ডাক বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে গ্রুপ সি নন গেজেটেড লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: পে ম্যাট্রিক্স এর লেভেল 2 অনুযায়ী নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900/- থেকে 63,200/- টাকার মধ্যে থাকবে।
নিয়োগ প্রক্রিয়া: মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করে মেরিট লিস্ট তৈরি করা হবে। থিওরি পেপারে মোট 80 নম্বর এবং প্র্যাক্টিক্যাল এ মোট 20 নম্বর রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগামী 20/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
আবেদনের ফর্ম -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box