AIIMS এ প্রচুর কর্মী নিয়োগ গ্রুপ সি পদে । AIIMS Recruitment 2023

 All India Institute Medical Science এর তরফ থেকে নতুন ভাবে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে -



পদের নাম -

1. Librarian Guard

2. Workshop Assistant 

3. Labourtary Assistant 

4. Staff Nurse 

5. Guard


শিক্ষাগতা যোগ্যতা -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান মাধ্যমিক পাশ সর্বনিন্ম শিক্ষাগতা যোগ্যোতা । 


বয়সসীমা -

এই পদে আবেদন করতে গেলে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।



মাসিক বেতন -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান ১৬০০০ থেকে ৫৬০০০ পর্যন্ত আবেদন করতে পারবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।



নিয়োগ পদ্ধতি -

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ ।


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ