Income tax নতুন কর্মী নিয়োগ, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । Income tax recruitment 2023

 রাজ্যে আবার নতুন ভাবে কর্মী নিয়োগ, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো । 



পদের নাম -

MTS

LDC

Clerk 


এই পদে কর্মী নিয়োগ হবে । 


শিক্ষাগতা যোগ্যতা -

এই পদে যারা যারা আবেদন করতে চান মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

এই পদে যদি কেউ আবেদন করতে চায় 18 থেকে 30 বছরের মধ্যে হতে  হবে ।


মাসিক বেতন -

এই পদ গুলিতে 23,000 থেকে 45,000 পর্যন্ত বেতন দেওয়া হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।




আবেদনের লিংক -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ