1525 শূন্যপদে পশ্চিমবঙ্গে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, WBP ASI Recruitment 2023

 পশ্চিমবঙ্গ পুলিশ এর তরফ থেকে এবার দুর্দান্ত এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নেওয়া হচ্ছে কর্মী। মূলত প্রমোশনের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। সেহেতু ইতিমধ্যে যারা রাজ্যের পুলিশ বিভাগে কনস্টেবল কিংবা লেডি কনস্টেবল পদে চাকরি করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। লিখিত পরীক্ষা এবং কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের যাচাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করছি, জানতে সঙ্গে থাকুন।



পদের নাম: রাজ্য পুলিশের এই নিয়োগ (WB Police Recruitment 2023) .



আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


প্রয়োজনীয় যোগ্যতা: উল্লেখ্য, এখানে তারাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন যারা রাজ্যের পুলিশ কনস্টেবল এর পদে কর্মরত। সেক্ষেত্রে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যাদের 5 বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে তারাই একমাত্র আবেদন যোগ্য।


আবেদনের সময়সীমা: আগামী 27/02/2023 তারিখ থেকে আবেদন শুরু হবে। এই আবেদন চলবে আগামী 18/03/2023 তারিখ পর্যন্ত।


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ