রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট | পশ্চিমবঙ্গে প্রতিটি ব্লকে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -
পদের নাম -
Community Health Officer (CHO)
শিক্ষাগত যোগ্যতা :- পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM/B.Sc Nursing/Post Basic B.Sc Nursing/CPCH - কোর্স পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম রেজিষ্ট্রেশন থাকলে আবেদন করতে পারবেন | সাথে যদি স্থানীয় ভাষায় প্রদর্শিত ও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন |
শূন্যপদ -
উক্ত পদে মোট ১১০০ টি (UR-572, SC-231, ST-66, OBC-(A)-110, OBC-(B)-77, PWD -44) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
বেতন :-
প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে |
নিয়োগ পদ্ধতি :-
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (৮৫ নাম্বার) ও ইন্টারভিউয়ের (১৫ নাম্বার) মাধ্যমে নিয়োগ করানো হবে |
আবেদন ফি :-
UR/OBC - প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং SC/ST/PWD - প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা আবেদন ফি বাবদ অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা দিতে হবে |
আবেদন পদ্ধতি :-
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |
নিয়োগ স্থান :-
প্রার্থীদের পশ্চিমবঙ্গের নিজের এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করানো হবে |
আবেদন শুরু :-
৩রা জানুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন করতে পারবেন |
আবেদন শেষ :- আগামী ১৫ই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন |
অফিসিয়াল নোটিশ -
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box