MP Co Operative Bank Recruitment Online apply Clerk Post, 10th pass job vacancy

 কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্যে কো অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ । জেলায় জেলায় কর্মী নিয়োগ । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -




2254 টি শূন্যপদে কর্মীদের নিযুক্ত করা হবে বিরাট শূন্যপদে কর্মী নিয়োগ হবে । 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন জানাতে পারেন।


বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স রাখা হয়েছে 18 বছর। সর্বোচ্চ 35 বছর ।


পদের নাম: একই সঙ্গে বিভ বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে রয়েছে যেমন, ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট (ক্লার্ক/ কম্পিউটার অপারেটর) এবং সোসাইটি ম্যানেজার ইত্যাদি আরো কিছু পদ রয়েছে।



আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।


প্রয়োজনীয় ডকুমেন্ট:

1. বয়সের প্রমাণপত্র 

2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


আবেদনমূল্য
বিনামূল্যে আবেদন করতে পারবে । 

আফিসিয়াল নোটিশ -

আবেদনের লিংক -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ