কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্যে কো অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ । জেলায় জেলায় কর্মী নিয়োগ । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন জানাতে পারেন।
বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স রাখা হয়েছে 18 বছর। সর্বোচ্চ 35 বছর ।
পদের নাম: একই সঙ্গে বিভ বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে রয়েছে যেমন, ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট (ক্লার্ক/ কম্পিউটার অপারেটর) এবং সোসাইটি ম্যানেজার ইত্যাদি আরো কিছু পদ রয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. বয়সের প্রমাণপত্র
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনমূল্য :
বিনামূল্যে আবেদন করতে পারবে ।
আফিসিয়াল নোটিশ -
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box