৩৬,০০০ টাকা বেতনে রাজ্যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করতে হবে , Wb govt job vacancy 2022

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য নতুন ভাবে কর্মী হতে চলেছে Asiatic Society দপ্তরে । রাজ্যের এই দপ্তরে গ্রুপ সি পদে করামী নিয়োগ হবে । যেখানে সমস্ত জেলা থেকে স্নাতক পাশে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হল -



পদের নাম -

গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হবে । রাজ্যের এই নতুন পদে সমস্ত জায়গা থেকে আবেদন করতে পারবে ।


আবেদনের প্রক্রিয়া -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হল যেখান থেকে সরাসরি আবেদন করতে পারবে । আবেদন করার সময় সমস্ত ডকুমেন্ট স্কান করে আবেদন করতে হবে । 


কি কি ডকুমেন্ট লাগবে দেখুন -

১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র হিসাব মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্ধ সার্টিফিকেট

৩. কাস্ট সার্টিফিকেট

৪. ভোটার কার্ড

৫. আধার কার্ড

৬. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট


সমস্ত ডকুমেন্ট অনলাইনে আবেদনের সময় স্কান করে আবেদন করতে হবে ।


বয়সসীমা -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় ও দেওয়া হবে সরকারি নিয়োম অনুযায়ী ।


মাসিক বেতন -

এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থী কাজ করবেন ২৪,০০০ থেকে ৩৬,০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে । 



নিয়োগের প্রক্রিয়া -

চাকরিপ্রার্থাদের জন্য সুখবর যে কোন রকম লিথিত বা ইন্টারভিউ হবে না সরাসরি নিয়োগ হবে । আবেদনের পর মেরিট প্রকাশিত হবে তাতে যদি নাম আসে তাহলে এই চাকরি টা পাবেন ।


আবেদনের শেষ তারিখ -

৩০/১১/২০২২


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ