রাজ্যে জেলায় জেলায় প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে । জেলায় জেলায় এই নিয়োগ হবে । মাধ্যমিক GNM পাশ করলে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে সমস্তটা নিচে আলোচনা করা হল -
পদের নাম -
স্বাস্থ্য বিভাগে বিভিন্ন ধরনের চাকরির আপডেট সমস্ত জেলায় জেলায় এই কর্মী নিয়োগ হবে এই পদ গুলিতে -
1. Medical Officers
2. Community health worker
3. Staff nurse
4. Medical assistant
শিক্ষাগত যোগ্যতা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান মাধ্যমিক, GNM, ANM, MBBS, 12th পাশ করলে আবেদন করতে । কিছু পদ আছে যেখানে কোন রকম অভিঞ্জতায় নিয়োগ হবে ।
বয়সসীমা -
চাকরিপ্রার্থীরা যারা এই পদ গুলিতে আবেদন করতে চান ১৮ থেকে ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় সরকারি নিয়মঅনুযায়ী ।
মাসিক বেতন -
বেতন টাই অনেকটাই গুরুত্বপূর্ন সমস্ত চাকরিপ্রার্থীর কাছে তাই এই পদ গুলিতে ও আলাদা আলাদা ভাবে বেতন করা হয়েছে । যেখানে মিনিমাম ১৮,০০০ থেকে ৫০,০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।
নিয়োগের প্রক্রিয়া -
চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর যে কোন রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । তাই যারা যারা এই পদ গুলিতে আবেদন করতে চান ইন্টারভিউর জন্য ভালো করে তৈরি করতে হবে নিজেদের ।
আবেদনের পদ্ধতি -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে চান তাদেরকে অফলাইনে আবেদন করতে হবে । নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে তারপর ভালো ভাবে ফর্মটিকে ফিলাপ করে সমস্ত তথ্য দিয়ে সমস্ত ডকুমেন্টের জেরক্স দিয়ে ফর্মটিকে পাঠাতে হবে ।
কিকি ডকুমেন্ট লাগবে -
1, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2, বয়সের প্রমানপত্র
3, কাস্ট সার্টিফিকেট
4, ভোটারকার্ড
5, আধার কার্ড
অফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box