বর্তমান যুগে কেন্দ্রীয় বা রাজ্য সরকার উভয় পক্ষেরই বিভিন্ন দপ্তর গুলিতে চাকরির সুযোগ আগের থেকে অনেকটাই কমে গেছে। তাও যাও বা কিছু পরিমাণ চাকরির সুযোগ বেঁচে আছে সেগুলি হল স্বাস্থ্য দপ্তরে। কিন্তু এই স্বাস্থ্য দপ্তরেরও আবার বেশিরভাগ পদই নার্সিং স্টাফেদের। কিন্তু শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করলেই তো আর এই নার্সিং পদে চাকরি পাওয়া যাবে না। তার জন্য আবার ৪-৫ লক্ষ টাকা খরচ করে নার্সিং ট্রেনিং করতে হবে। যা আমাদের মতো সাধারণ পরিবারের ছেলে মেয়েদের পক্ষে করা অসম্ভব। এর ফলে স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমাণে চাকরির সুযোগ থাকা সত্ত্বেও আমাদের মতো পরিবারের ছেলে মেয়েরা নার্সিং ট্রেনিং করতে পারেন না বলে স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য আবেদনও করতে পারেন না।
পদের নাম -
এই স্বাস্থ্য দপ্তরে আবেদনকারী সফল প্রার্থীদের ব্লক আশা কো- অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগতা যোগ্যতা -
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্ৰাজুয়েশান অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেই সঙ্গে কম্পিউটার নলেজ এবং স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই যেই ব্লকে তাকে পোস্টিং দেওয়া হবে সেই ব্লকের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা -
চাকরিপ্রার্থী যারা এই পদে আবেদন চরতে চান আবেদনকারীর বয়সসীমা যদি 18 থেকে 30 বছর হয় তবে আবেদন করতে পারবে ।
নির্বাচন পদ্ধতি:- এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে আবেদনকারীদের অ্যাকাডেমিক ক্ষেত্রে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্ট আপনারা এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের প্রথমে একটি ৫০ নম্বরের সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box