রাজ্যে আবারও বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । বন্ধন ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে । যেসব চাকরির প্রার্থীরা আবেদন করতে চান তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সকল চাকরির প্রার্থীরা । পশ্চিমবঙ্গের প্রত্যক জেলার প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে পারবেন । তো আপনারা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনার বয়স , বেতন , শিক্ষাগতা যোগ্যতা কি কি লাগবে প্রত্যকটি নীচে আলোচনা করা হল -
পদের নাম -
Bank Clerk
Bank managers
Peon
Security guard
আরো গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে । যারা আবেদন করতে চায়ছেন তারা আরো জানতে অফিশিয়াল লিংকে ক্লিক করতে পারেন ।
মোটশূন্যপদ -
বন্ধন ব্যাংকে মোট ১০,০০০ পদে কর্মী নিয়োগ করা হবে ।
শিক্ষাগতা যোগ্যতা -
এই পদ গুলিতে যারা আবেদন করতে চাইছেন তাদের নূন্যতম শিক্ষাগতা যোগ্যতা যদি অষ্টম শ্রেনি পাশ করে থাকে তারা আবেদন করতে পারবে । স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে । এছাড়াও সাথে কাজের অভিজ্ঞতা ১ বছরের থাকতে হবে । আর কম্পিউটার জানতে হবে।
বয়সসীমা -
পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে চান ১৮ থেকে ৩০ বছরের মধ্যে আবেদন করতে পারবে ।
মাসিক বেতন -
যারা আবেদন করতে চান মাসিক বেতন ১২,০০০ থেকে ১৮,০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।
নিয়োগের প্রক্রিয়া -
এই ব্যাংকে যারা আবেদন করতে চান সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । কোন রকম লিখিত পরীক্ষা হবে না ।
প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলি লাগবে -
১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
২. বয়সের প্রমানপত্র
৩. কাস্ট সার্টিফিকেট
৪. ভোটার কার্ড
৫. আধার কার্ড
আবেদনের প্রক্রিয়া -
যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবে সরাসরি । যারা আবেদন করতে চান ব্যাংঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Registration ফর্ম পেয়ে যাবেন তারপর সেখান থেকে আবেদন করতে পারবে ।
আবেদেনর শেষ তারিখ -
১০/১১/২০২২
অফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box