মাধ্যমিক পাশে ব্যাঙ্কে Sweeper পদে কর্মী নিয়োগ | PNB Bank Sweeper Recruitment 2022

 পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফের রাজ্যে আবারও প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশ করে থাকেন বা অষ্টম শ্রেণী পাস করে থাকেন | 








পদের নাম: Group-D ( পার্টটাইম সুইপার)


নিয়োগ স্থান: আপনাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুলিয়া জেলায়।


শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে সর্বাধিক মাধ্যমিক পাস হতে হবে তবে আপনি যদি মাধ্যমিকে ফেল জান অথবা আপনার যদি কোন রকম শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে ও আপনাকে এখানে চাকরি করার সুযোগ দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এমনটাই বলা হয়েছে।


আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবেন-
• আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,
•  মাধ্যমিকের এডমিট কার্ড,
• আধার কার্ড
• ভোটার কার্ড
•  প্যান কার্ড
• 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো,
• জন্মের প্রমাণপত্র,



বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী একই ধরনের চাকরির ক্ষেত্রে যে বেতন কাঠামো ছিল সেটি হল - আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে 9560/- টাকা বেতন দেওয়া হবে এবং সঙ্গে আরো অন্যান্য ভাতা যুক্ত হয়ে মূল মাইনে 10- 12 হাজার টাকা হবে।



বয়স সীমা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে । আপনি যদি SC/ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 3 বছর বয়সের ছাড় পাবেন।


Official Notice -

ক্লিক করুন

More job update -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ