পদের নাম -
1. Senior Software Developer
2. Database Administrator
3. Software Developer
4. Software support personnel
5. Technical Support Personnel
শিক্ষাগত যোগ্যতা -
যারা এই পদ গুলিতে আবেদন করতে চান MCA,MSC, B.E, B.Tech, B.SC এই ধরনের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
চাকরিপ্রার্থীরা যারা আবেদন করতে চান তাদের জন্য জানানো হচ্ছে যে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়া বয়সের ছাড় হিসেবে SC/ST রা ৫ বছর ও OBC রা ৩ বছরের ছাড় পাবেন ।
মাসিক বেতন -
যারা এই পদে কাজ করবেন বেতন ৩৪,০০০ থেকে ৪৫,০০০ পর্যন্ত দেওয়া হবে ।
ডকুমেন্ট লাগবে যেগুলি আবেদনের জন্য -
১. শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট
২. বয়সের প্রমানপত্র
৩. কাস্ট সার্টিফিকেট
৪. আধার কার্ড
৫. ভোটার কার্ড
৬. কাজের অভিজ্ঞগতার সারেটিফিকেট যদি থাকে
৭. কম্পিউটারের সার্টিফিকেট
নিয়োগের প্রক্রিয়া -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে । কোন রকম লিখিত পরীক্ষা হবে না ।
আবেদনমূল্য -
চাকরিপ্রার্থীরা যারা এই পদে আবেদন করতে চান কনো রকম আবেদনমূল্য লাগবে না ।
অফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box