WB College Group C & D Recruitment 2022 | রাজ্যে কলেজে কর্মী নিয়োগ অষ্টমশ্রেনী পাশে

 রাজ্যের কলেজে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ ২০২২ । রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর সরাসরি বায়োডাটা নিয়ে জমা দিয়ে আবেদন করতে হবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । অষ্টম শ্রেনী ও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন দেখে নিন -



পদের নাম -

রাজ্যে কলেজে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে । যেখানে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । বিনামূল্যে আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান এই পদে তাদের জন্য মিনিমাম অষ্টমশ্রেনী ও মাধ্যমিক পাশ হতে হবে তবেই আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

যারা আবেদন করতে চান এই পদে তাদের ১৮ থেকে ৩০ বছর বয়সসীমা হতে হবে । SC/ST/PWD/OBC যারা আছেন বয়সের ছাড় পেয়ে যাবেন । 


বেতন -

যারা এই চাকরিটি পাবেন বেতন ১০০০০ থেকে ১২০০০ বেতন পাবেন ।


ডকুমেন্ট লাগছে আবেদনের জন্য -

যারা আবেদন করতে চান এই ডকুমেন্টগুলি লাগবে -

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

২. বয়সের প্রমানপত্র

৩. আধার কার্ড

৪. ভোটার কার্ড

৫. কাস্ট সার্টিফিকেট


নিয়োগের প্রক্রিয়া -

যারা আবেদন করতে চান সরাসরি Bio Data নিয়ে জমা দিয়ে সঠিক ঠিকানায় । রাজ্যের এই নতুন পদে কোন রকম ফর্ম ফিলাপ করতে হবে না । সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । যারা আবেদন করতে চান ভালো করে অফিসিয়াল নোটিশ টি পড়ে আবেদন করবেন । 


আবেদনের শেষ তারিখ -

22/06/2022

অফিসিয়াল লিংক -

ক্লিক করুন


আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Please do not enter any spam link in the comment box