কৃষি বিভাগে কর্মী নিয়োগের বিরাট বিজ্ঞপ্তি জারি করা হল । রাজ্যে বিভিন্ন জেলাতে নিয়োগ হবে । রাজ্যের এই চীকরির নোটিশ সবীর জন্য । রাজ্যের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের এই পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে গ্রাজুয়েশান পাশে সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে পারবে সমস্ত নিচে আলোচনা করা হল -
পদের নাম -
রাজ্যে কৃষি বিভাগে Assistant পদে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । রাজ্যে এই পদে ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তাদের সবাইকে গ্রাজুয়েশান পাশ হতে হবে । রাজ্যের যারা সবে স্নাতক পাশ করেছেন তারা ও আবেদন করতে পারবে । রাজ্যের ২৩ টি জেলা থেকে আবেদন করতে পারবে ।
মোট শূন্যপদ -
রাজ্য তথা সমস্ত ভারতে ৪৬২ পদে কর্মী নিয়োগ হবে । রাজ্যের এই পদ গুলিতে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । রাজ্যের এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে ।
বয়সসীমা -
আবেদনকারীদের জানানো হচ্ছে যে যারা আবেদন করবেন অবশ্যই বয়সসীমা ২১ থেকে ৩০ বছর বয়স হতে হবে ।
নিয়োগের প্রক্রিয়া -
কৃষি বিভাগে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে সাথে সাথে নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে । অফিসিয়াল নোটিশে কোনরকম নিয়োগের প্রক্রিয়া উল্লেখ করা নেই । তাই ধরা যাচ্ছে যে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।
আবেদনের পদ্ধতি -
যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদনের লিংক নিচে দেওয়া হল । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । রাজ্যের ২৩ টি জেলা থেকে আবেদন করতে পারবে ।
আবেদনের জন্য জরুরি ডকুমেন্ট -
যারা আবেদন করতে চাইছেন অবশ্যই এই ডকুমেন্ট থাকতে হবে -
১. মাধ্যমিক পাশের মার্কশিট, সার্টিফিকেট, এডমিট কার্ড
২. বয়সের প্রমানপত্র
৩. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট
৪. ভোটার কার্ড
৫. আধার কার্ড
৭. অভিজ্ঞতার সার্টিফিকেট
আবেদনের তারিখ - ৭/০৫/২০২২
আবেদনের শেষ তারিখ - ১/০৬/২০২২
যারা আবেদন করতে চান অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ে আবেদন করবেন ।
অফিশিয়াল লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box