রাজ্যে স্বাস্থ্য বিভাগে গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ ২০২২ । পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর বিভিন্ন পোষ্টে গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে । রাজ্যের স্বাস্থ্য পরিবার ও কল্যান বিভাগ সমিতির পক্ষ থেকে এই চাকরির আপডেট এসছে । সমস্ত জেলার পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ হবে । কোন যোগ্যতায় নিয়োগ হবে, কবে ইন্টারভিউ সব নিচে আলোচনা করা হল -
গ্রুপ সি পদগুলির নাম -
১. Staff Nurse
2. Medical Officer
3. GDMO
4. Specialist (O&G)
5. Specialist (Paediatricians)
6. GNM (NRC)
7. Senior Medical Officer
8. Clinical Psychologist
এই পদ গুলিতে প্রচুর পদে কর্মী নিয়োগ হবে । সরাসরি কিভাবে ফর্ম ফিলাপ করবে দেখে নিন ।
শিক্ষাগত যোগ্যতা -
সাধারনত GNM ও MBBS পাশরা আবেদন করতে পারবে । অফিশিয়াল নোটিশয়ে সম্পর্ন আলোচনা করা হল । সরাসরি আবেদন করতে পারবে ।
মোট শূন্যপদ -
১. Staff Nurse - ০২
2. Medical Officer - ০৩
3. GDMO - ০৯
4. Specialist (O&G) - ০২
5. Specialist (Paediatricians) - ০১
6. GNM (NRC) - ০১
7. Senior Medical Officer - ০১
8. Clinical Psychologist - ০১
বয়সসীমা -
যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাদের বয়সসীমা নিচে উল্ল্যেখ করা হল -
১. Staff Nurse - ১৮ - ৪০ বছর
2. Medical Officer - ১৮ - ৬২ বছর
3. GDMO - ১৮ - ৬২ বছর
4. Specialist (O&G) - ১৮- ৬২ বছর
5. Specialist (Paediatricians) - ১৮ - ৬২ বছর
6. GNM (NRC) - ২১- ৪০ বছর
7. Senior Medical Officer - ১৮ - ৭০ বছর
8. Clinical Psychologist - ১৮ - ৭০ বছর
আবেদনমূল্য -
যেকোন ইচ্ছুককারী আবেদন করতে চান তাদেরকে কোন আবেদনমূল্য লাগবে না ।
Important Documents For Interview-
১. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
২. বয়সের প্রমানপত্র
৩. মাধ্যমিকের এডমিট কার্ড
৪. আধার/ভোটার কার্ড
Interview Place, Date -
Date - 20/04/2022
Address -
Government of West Bengal
Department of Health & Family Welfare
District Health & welfare samity
Uttar Dinajpur
Karnojora, Raiganj, Pin - 733130
Official Notification-
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box