রাজ্যের সমস্ত জেলাতে অঙ্গনওয়ারি পদে কর্মী ও সহয়িকা ২০০০ নিয়োগ । রাজ্যের এই নতুন পদে আবেদন করতে গেলে অষ্টমশ্রেনী ও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে । ২৩ টি জেলাতে দীর্ঘ প্রতীক্ষার পর ICDS অঙ্গনওয়ারি কর্মী ও সহয়িকা নিয়োগ হতে চলেছে । কিভাবে আবেদন করবেন দেখে নিন -
পদের নাম -
অঙ্গনওয়ারি কর্মী
অঙ্গনওয়রি সহায়িকা
এই দুটি পদে জেলায় জেলায় নিয়োগ । রাজ্যের সমস্ত ব্লকে এই নিয়োগ হবে ।
মোট শূন্যপদ -
রাজ্যের জেলায় শূন্যপদখালি -
অঙ্গনওয়ারি কর্মী - ৮
অঙ্গনওয়ারি সহায়িকা - ৬২
এই নিয়োগটি সমস্ত জেলাতে হবে এবং আবেদনের জন্য অফলাইনে ফর্মফিলাপ করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা -
রাজ্যের অঙ্গনওয়ারি কর্মী পদে মাধ্যমিক পাশ ও তার সমতূল্য পাশ হতে হবে । অঙ্গনওয়ারি সহায়িকা পদে আবেদন করতে গেলে তাহলে অষ্টমশ্রনী পাশ হতে হবে ।
নিয়োগের পদ্বতি -
রাজ্যের এই পদগুলিতে অফলাইনে ফর্মফিলাপ করতে হবে যার লিংক নিচে দেওয়া হল । চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে চাকরি ।
লিখিত পরীক্ষার সিলেবাস -
মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন - ১৫ পূর্ণমান
পাটি গনিত - ২০ পূর্ণমান
পুষ্টি-জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন - ১৫ পূর্ণমান
ইংরেজি ভাষাজ্ঞান - ২০ পূর্ণমান
সাধারন জ্ঞান - ২০ পূর্ণমান
জরুরি ডকুমেন্ট আবেদন করার জন্য -
১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
২. মাধ্যমিক পাশের সার্টিফিকেট
৩. অষ্টশ্রেনী পাশের সার্টিফিকেট
৪. আধার কার্ড
৫. ভোটার কার্ড
৬. স্থায়ীবাসিন্দার সার্টিফিকেট
যারা আবেদন করবেন অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালো করে পরবেন তারপর আবেদন করবেন ।
আবেদনের শেষ তারিখ - ২৩/০৫/২০২২
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box