অষ্টম শ্রেণি পাশে সরকারি হোস্টেলে চাকরি | Wb group d recruitment 2025
পদের নাম: দারোয়ান কাম নাইট গার্ড
যোগ্যতার মানদন্ড: নুন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বেতন: মাসিক ৬০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র
- পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড / ভোটার কার্ড লাগবে।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে।
- আবেদনকারীর ২ কপি ছবিও লাগবে।
আবেদন করবেন কীভাবে?
ইচ্ছুক প্রার্থীরা মে মাসের ৬ তারিখে সকাল ১১ টার মধ্যে আলিপুরদুয়ার শহরের ডুয়ার্সকন্যা ভবনের কক্ষ নং ১১৮তে পৌঁছে যাবেন। সঙ্গে আবেদনপত্র রাখতে হবে এবং সকল প্রকার যোগ্যতার আসল প্রমাণপত্র সহ হাজির হতে হবে। কোনও নথি মিসিং থাকলে আবেদন করা যাবে না, চাকরিও পাবেন না। মনে রাখবেন, মে মাসের ৬ তারিখে দুপুর ১২.০০ টার পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
Apply link-
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box