মাধ্যমিক পাশে ব্যাংকে পিওন নিয়োগ, প্রতিমাসে বেতন ১৯৫০০ টাকা
পদে নিয়োগ করা হবে সেটি হল- পিওন।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে।
বয়সসীমা- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- এই পদের ক্ষেত্রে মূল বেতন ১৯,৫০০ টাকা থেকে ৩৭,৮১৫ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।
নির্বাচন প্রক্রিয়া- ব্যাঙ্ক অফ বরোদার প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাষা দক্ষতা পরীক্ষায় পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে। অনলাইন পরীক্ষায় ইংরেজি ভাষা (২৫ নম্বর), জেনারেল এওয়ার্নেস (২৫ নম্বর), পাটিগণিত (২৫ নম্বর) এবং রিজনিং (২৫ নম্বর) এর মতো বিষয় থাকবে। পরীক্ষার পূর্ণমান ১০০, সময়সীমা ৮০ মিনিট।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীরা ৩ মে, ২০২৫ তারিখ থেকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইটটি হলো www.bankofbaroda.co.in , অনলাইনে আবেদন চলবে আগামী ২৩ মে পর্যন্ত
Apply link-
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box