গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ, অষ্টম ও মাধ্যমিক পাশে – WB Govt District Court Job Recruitment

 গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ, অষ্টম ও মাধ্যমিক পাশে – WB Govt District Court Job Recruitment




পদের নাম সমূহ : এর জেলা আদালতের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েক ধরনের পদে নিয়োগের কথা বলা হয়েছে -.


লোয়ার ডিভিশন ক্লার্ক 

স্টেনোগ্রাফার 

প্রসেস সার্ভার 

গ্রুপ ডি 



শিক্ষাগত যোগ্যতা সমূহ : এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী আলাদা আলাদা আছে – 


লোহা ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। 

প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে।


বয়স সীমা : যে সমস্ত চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই, সে সমস্ত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর। স্টেনোগ্রাফার পদের জন্য সর্বাধিক বয়স থাকতে হবে ৩৫ বছর। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। 



জরুরী ডকুমেন্টস সমূহ:

 আবেদন করার সময় প্রয়োজনে লাগতে পারে : 

বয়সের প্রমাণ বা মাধ্যমিক এডমিট কার্ড 

মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট 

যোগ্যতার অন্যান্য ডকুমেন্ট 

কম্পিউটার সার্টিফিকেট যদি পদের সঙ্গে প্রযোজ্য হয় 

কাস্ট সার্টিফিকেট যদি থাকে 

পাসপোর্ট সাইজের ছবি 

আধার বা ভোটার কার্ড 

অভিজ্ঞতা যদি থাকে 


Apply link-

Click here

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ