পশ্চিমবঙ্গে গ্রুপ -D ও ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা মাধ্যমিক | West Bengal Group-D Recruitment 2025

 পশ্চিমবঙ্গে গ্রুপ -D ও ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা মাধ্যমিক | West Bengal Group-D Recruitment 2025



পদের নাম: একই সঙ্গে চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. লোহার ডিভিশন ক্লার্ক

2. ইংলিশ স্টেনোগ্রাফর (গ্রেড -III)

3. প্রসেস সার্ভার

4. গ্রুপ -D


শিক্ষাগত যোগ্যতা: লোহার ডিভিশন ক্লার্ক ও ইংলিশ স্টেনোগ্রাফর (গ্রেড -III) পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। অন্যদিকে, প্রসেস সার্ভার ও গ্রুপ -D পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন।


মাসিক বেতন: নিচে পদ অনুযায়ী বেতনক্রম দেওয়া হয়েছে –


1. লোহার ডিভিশন ক্লার্ক – 22,700 – 58,500/- টাকা


2. ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রেড -III) – 32,100 – 82,900/- টাকা


3. প্রসেস সার্ভার – 21,000 – 54,000/- টাকা


4. গ্রুপ -D – Rs. 17,000 – 43,600/- টাকা


আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে।


1. আবেদনের লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে, সেখানে সবার প্রথমে পদের নাম সিলক্ট করুন।


Apply link-

Click here



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ