রাজ্য সরকারের চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে BDO অফিসে! এখনই আবেদন করে ফেলুন – WB Govt DEO Job Recruitment

 রাজ্য সরকারের চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে BDO অফিসে! এখনই আবেদন করে ফেলুন – WB Govt DEO Job Recruitment



পদের নাম: এক্ষেত্রে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের জানানো হয়েছে সংশ্লিষ্ট ব্লকে ডাটা এন্ট্রির কাজে প্রার্থীকে নিয়োগ করা হবে। 


আবেদনকারীর যোগ্যতা সমূহ : এক্ষেত্রে প্রার্থীকে আবেদন করতে উপযুক্ত যোগ্যতার অধিকারী হতে হবে। প্রার্থী ন্যূনতম বয়স থাকা চাই ২১ বছর এবং সর্বাধিক বয়সের কথা এখানে উল্লেখ করা নেই।



মাসিক বেতন বা সাম্মানিক : যে সমস্ত প্রার্থীরা ব্লক অফিসের এই নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন সে সমস্ত প্রার্থীদের মাসিক সাম্মানিক হিসেবে ১৩,০০০ টাকা দেওয়া হবে। 


এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : 

ব্লক অফিসের এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে –

  • অফলাইন মাধ্যমে আবেদন জানাতে প্রার্থীর জন্য অবশ্যই অফিশিয়াল নোটিশ এর সঙ্গে আবেদন পত্র দেওয়া রয়েছে 

প্রয়োজনীয় নথিপত্র সমূহ : অফলাইনে আবেদনপত্র জমা করতে বেশ কিছু প্রয়োজনীয় নতুন পত্র প্রয়োজন রয়েছে 

  1. প্রার্থীর বয়সের প্রমাণ 
  2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 
  3. কম্পিউটার সার্টিফিকেট ডকুমেন্টস 
  4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে 
  5. বাসিন্দা প্রমান ভোটার কার্ড কিংবা আধার কার্ড 
  6. পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি 
  7. পদের সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস 
  8. অন্যান্য 

Application form-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ