অষ্টম পাশে রাজ্যে সরকারি চাকরি, গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, 23 জেলা থেকে ছেলে মেয়ে সুযোগ -WB Govt Job Recruitment

 অষ্টম পাশে রাজ্যে সরকারি চাকরি, গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, 23 জেলা থেকে ছেলে মেয়ে সুযোগ -WB Govt Job Recruitment



পদের নাম : এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বেশ ধরনের শূন্য পদে নিয়োগ করা হবে – 

  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 
  • সমন বেলিফ

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে আলাদা আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও আলাদা হবে – 

  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট – এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 
  • সমন বেলিফ – এই পদে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাস করতে হবে। 

বয়সসীমা : উভয় পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর। এছাড়াও ওবিসি প্রার্থীরা ৪৩ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবং এসসি,এসটি ও অন্যান্য সংরক্ষিতরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা আলাদা – 

লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন ২২,৭০০-৫৮,৫০০ টাকা দেওয়া হবে। 
সমন বেলিফ পদের জন্য মাসিক বেতন ২১,০০০-৫৪,০০০ দেওয়া হবে। 


আবেদন মূল্য : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে ৬০০ টাকা এবং ইডাবলুএস প্রার্থীদের জন্য ৪৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

 

জরুরী ডকুমেন্টস : বেশ কিছু জরুরি ডকুমেন্ট সাথে থাকতে হবে 

প্রার্থীর বয়সের প্রমাণপত্র 
শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট 
আধার কার্ড /ভোটার কার্ড কিংবা প্যান কার্ড 
পাসপোর্ট সাইজের ছবি 
কম্পিউটার সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় 
কাস্ট সার্টিফিকেট যদি থাকে 
অভিজ্ঞতা যদি থাকে 
এছাড়াও অন্যান্য জরুরি ডকুমেন্ট 

Apply link-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ