কৃষি বিশ্ববিদ্যালয়ে কেরানি স্টাফ, টেকনিশিয়ান, পরিচর্যাকারী প্রভৃতি পদে কর্মী নিয়োগ, wb latest govt job 2025

 কৃষি বিশ্ববিদ্যালয়ে কেরানি স্টাফ, টেকনিশিয়ান, পরিচর্যাকারী প্রভৃতি পদে কর্মী নিয়োগ, wb latest govt job 2025




কৃষি বিশ্ববিদ্যালয় তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।


কেরানি স্টাফ পদ।

 টেকনিশিয়ান পদ।

 পরিচর্যাকারী পদ।



মোট শূন্যপদ: সবমিলিয়ে এখানে মোট ১৩ টি শূন্যপদ রয়েছে।


মাসিক বেতন: চাকরি প্রার্থীদের এখানে প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৪,০০০/- টাকা।


যোগ্যতার বিবরণ

শিক্ষাগত যোগ্যতা: WB UBKV Recruitment 2025-এ আবেদন করার জন্য আবেদনকারী যোগ্য প্রার্থীদেরকে মাধ্যমিক পাশ ও স্নাতক কমপ্লিট করতে হবে, এছাড়া কম্পিউটার অপারেশন/ ক্ষেত্র/ল্যাবরেটরিতে অভিজ্ঞতা ও কম্পিউটার কোর্স সার্টিফিকেট/ রেফ্রিজারেশন/ এসি রক্ষণাবেক্ষণের কোর্স সার্টিফিকেট থাকতে হবে।


বয়সসীমা: WB UBKV Recruitment 2025-এ আবেদন করার জন্য আবেদনকারী যোগ্য প্রার্থীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।



আবেদন পদ্ধতি

আবেদনকারী যোগ্য প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


এরজন্য আবেদনকারীরা প্রথমে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে ভিজিট করে প্রকাশিত বিজ্ঞপ্তি সংগ্রহ করবেন। তারপর বিজ্ঞপ্তি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 মাপের পেপারে ছাপাবেন। তারপর আবেদনকারীর সম্পূর্ন তথ্য দিয়ে হাতে কলমে ফর্মটি ভরবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জেরক্স করবেন। তারপর সেগুলিকে সংযুক্ত করে উল্লেখিত ঠিকানায় নিজে গিয়ে জমা করবেন অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।


ফর্ম জমা দেওয়ার তারিখ: WB UBKV Recruitment 2025-এ আবেদনকারীদেরকে আবেদন ফর্ম ফর্ম জমা দিতে হবে আগামী ১৫/০১/২০২৪ তারিখ বিকেল ০৪’টের আগে।


নিয়োগ পদ্ধতি


আবেদনকারীদের লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতেনির্বাচিত করা হবে।



Apply link-

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ