জমি রেজিস্ট্রি অফিসে চাকরি উচ্চমাধ্যমিক পাশে, Wb latest govt job 2024

 জমি রেজিস্ট্রি অফিসে চাকরি উচ্চমাধ্যমিক পাশে, Wb latest govt job 2024



পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর  


বয়সসীমা : যে সকল বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে বয়স নূন্যতম থাকা দরকার 21 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।



নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সফল ভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে মূলত বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট ও শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


জরুরি ডকুমেন্টস সমূহ : বেশ কিছু জরুরি ডকুমেন্টস রয়েছে যা আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে

1. আবেদন পত্র

2. পাসপোর্ট সাইজের ছবি

3. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র

4. শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস

5. আধার বা ভোটার কার্ড

6. পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস

7. অন্যান্য


Download form-

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ