রাজ্যে জেলায় জেলায় প্রাইভেট ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, WB Private Bank Job Recruitment 2024

 রাজ্যে জেলায় জেলায় প্রাইভেট ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, WB Private Bank Job Recruitment 2024




  1. Administration
  2. Agri Buisness
  3. Analytics/BIU/Corporate Strategy
  4. Audit
  5. Banking Operations & Customer Services
  6. Branch Banking
  7. Compliance
  8. Corporate Salary
  9. Corporate Services
  10. Digital Banking
  11. Finance & Accounts
  12. Housing Finance
  13. Human Resoucres
  14. IT
  15. Legal/Vigilance
  16. Marketing

বয়স সীমা কত – আবেদনকারী প্রার্থীদের প্রাইভেট ব্যাংকে আবেদন করার জন্য বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। SC ST OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন সীমা – আবেদন করার পরে প্রাইভেট ব্যাংকে চাকরি হলে মাসিক বেতন শুরুতে ১৫ হাজার ৩০০ টাকা থেকে ২১৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা – সকল আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও উচ্চতার শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও বিভিন্ন পদে এখানে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি – আবেদন করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে।


নিয়োগ প্রক্রিয়া – প্রাইভেট ব্যাংকে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ কবে হবে কোথায় কিভাবে বিস্তারিত তথ্য উপরে দেওয়া মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে যোগাযোগ করে জানতে পারবেন।

আবেদনের শেষ তারিখ – আগামী ৩১/০৭/২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন অধিভক্ত করতে পারবেন।


আবেদনের লিংক -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ