রাজ্যে জেলায় জেলায় প্রাইভেট ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, WB Private Bank Job Recruitment 2024
- Administration
- Agri Buisness
- Analytics/BIU/Corporate Strategy
- Audit
- Banking Operations & Customer Services
- Branch Banking
- Compliance
- Corporate Salary
- Corporate Services
- Digital Banking
- Finance & Accounts
- Housing Finance
- Human Resoucres
- IT
- Legal/Vigilance
- Marketing
বয়স সীমা কত – আবেদনকারী প্রার্থীদের প্রাইভেট ব্যাংকে আবেদন করার জন্য বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। SC ST OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
বেতন সীমা – আবেদন করার পরে প্রাইভেট ব্যাংকে চাকরি হলে মাসিক বেতন শুরুতে ১৫ হাজার ৩০০ টাকা থেকে ২১৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – সকল আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও উচ্চতার শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও বিভিন্ন পদে এখানে আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি – আবেদন করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে।
নিয়োগ প্রক্রিয়া – প্রাইভেট ব্যাংকে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ কবে হবে কোথায় কিভাবে বিস্তারিত তথ্য উপরে দেওয়া মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে যোগাযোগ করে জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – আগামী ৩১/০৭/২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন অধিভক্ত করতে পারবেন।
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box