বিনামূল্যে সেলাইমেশিন দেওয়া হবে সবাইকে । govt scheme 2024




 কেন্দ্রীয় সরকার থেকে সম্প্রতি চালু করা নতুন স্কিমের নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা। এটি পরিচিত PM MUFT SELAI MACHINE যোজনা নামেও।

প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি।

  • আধার কার্ড,
  • ঠিকানার প্রমাণ,
  • পরিচয়পত্র,
  • জাতি শংসাপত্র,
  • পাসপোর্ট আকারের ছবি,
  • মোবাইল নম্বর,
  • ব্যাঙ্ক পাস বই।
এই প্রকল্পে আবেদন করার জন্য https://pmvishwakarma.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে। যদি কোনও ব্যক্তি নিজে বা অনলাইনে করতে না পারেন, সে ক্ষেত্রে তার কাছের সিএসসি কেন্দ্রে গিয়েও নিজের নাম রেজিস্টার করাতে পারেন (Free Silai Machine Yojana 2024)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ