অবশেষে RPF নিয়োগ রাজ্যে প্রায় 5000 শূন্যপদে । RPF RECRUITMENT 2024

অবশেষে RPF নিয়োগ রাজ্যে প্রায় 5000 শূন্যপদে । RPF RECRUITMENT 2024 



পদের নাম -

Railway Protection Force পদে নিয়োগ ।


বয়সসীমা -

এই পদে 18-27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে।


শিক্ষাগতা যোগ্যতা -

উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে ।


 আবেদনের জন্য ডকুমেন্ট -


১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


নিয়োগ পদ্ধতি -
এই পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, শারিরীক পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে ।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ