জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । latest govt job 2024
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে জেলা আদালত তথা জেলা বিচারকের অফিসে নেওয়া হবে কর্মী।
পদের নাম: তিন ধরনের গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. Night Guard
2. Day Guard
3. Gardener
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 43,600/- টাকা অব্দি হতে পারে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: Part -I এবং Part- II এই দুটি ধাপে হবে পরীক্ষা।
1. Part -I এ মোট 50 টি MCQ টাইপ এর প্রশ্নের ওপর 100 নম্বর রাখা হয়েছে।
2. Part- II এ 50 নম্বরের পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ রাখা হয়েছে।
3. সবার শেষে Part -I এবং Part- II এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করে আবেদন জানাতে হবে।
1. নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজ নিজ যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. ফর্মের ওপরে ডানদিকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং নিচে ডানদিকে নিজের সিগনেচার করুন।
4. একেবারে শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের সময়সীমা: আগামী 04/05/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনের ফর্ম -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box