Tata কোম্পানীতে পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ । latest job vacancy 2024
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Executive Graduate, Trainee Engineer, Accountant, Officer In-Charge, Assistant Engineer, Supervisor, Engineer, Area Manager, Territory Sales Manager, Product Specialist।
২) এই টাটা মোটর কোম্পানির ভিন্নপদে সবমিলিয়ে মোট ২৭৬৬ টির বেশী শূন্যপদ রয়েছে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে।
২) যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। তবে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসাবে ২৪৩০০ টাকা থেকে ৫৮৮০০ টাকার মধ্যবর্তী বেতন পাবে।
শিক্ষাগত যোগ্যতা (TATA Motors Vacancy 2024)
এই পদগুলিতে শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন জানাতে পারবে। আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা ছাড়াও উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস সম্পন্ন উচ্চ যোগ্যতার প্রার্থীরাও আবেদন জানাতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদগুলিতে প্রার্থীদের (TATA Motors Vacancy 2024) যাচাই করার জন্য কোনরকম লিখিত ও অনলাইন বেশি পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সহিত প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফাইয়ের মাধ্যমে এই পদগুলিতে নিযুক্ত করা হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
careers.tatamotors.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে (TATA Motors Vacancy 2024) সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box