রাজ্যে সরকারি হাসপালাতে কর্মী নিয়োগ । Wb hospital job 2024

 পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নেওয়া হচ্ছে কর্মী।


পদের নাম: 

স্বাস্থ্য বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে ব্লক একাউন্টস ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:

 যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ।


প্রার্থীর বয়সসীমা: 

ন্যূনতম 21 বছর বয়স হলেই আবেদন জানাতে পারবেন এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর রাখা হয়েছে।


মাসিক বেতন: 

নিয়োগের পর মাসিক বেতন 26,000/- টাকা থেকে শুরু হচ্ছে।


নিয়োগ প্রক্রিয়া: 

মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর ইমেল করে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ওপর 90 নম্বর রাখা হয়েছে এবং বাকি 10 নম্বর থাকবে ইন্টারভিউতে।


আবেদন পদ্ধতি: 

অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন জানাতে পারবেন।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ