রাজ্যে DEO পদে কর্মী নিয়োগ জেলা পরিষদে । wb latest govt job vacancy 2024

 রাজ্যে DEO পদে কর্মী নিয়োগ জেলা পরিষদে । wb latest govt job vacancy 2024


পদের নাম কি –

 জেলা পরিষদে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।


বয়স ও বেতন :
 এখানে ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে হতে হবে তাহলে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবেন।


ডাটা এন্ট্রি পদে ১১,৯৯০/- টাকা বেতন দেয়া হবে প্রতি মাসে।


শিক্ষাগত যোগ্যতা – জেলা পরিষদের মাধ্যমে ডাটা এন্ট্রি পদে গ্রাজ্যুয়েশান পাশ করে থাকতে হবে তার সাথে কম্পিটারের অভিজ্ঞতা থাকতে হবে।


নিয়োগ প্রক্রিয়া – আবেদন করার পরে চাকরিপ্রার্থীর এখানে দুটি ধাপে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমত প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পরে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের দেখানো হবে। ইন্টারভিউ যোগ্য এবং সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে।


আবেদন পদ্ধতি দেখুন – আগ্রহী সকল ইচ্ছুক চাকরি প্রার্থীর এখানে অফলাইনে আবেদন করতে হবে। 


ফর্ম ফিলাপ শেষ তারিখ – ১১ ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে।


আবেদন পত্র-

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ