রাজ্যে সরকারি হসপিটালে কর্মী নিয়োগ । Wb latest govt job vacancy

 রাজ্যে সরকারি হসপিটালে কর্মী নিয়োগ । Wb latest govt job vacancy.


পদের নাম  –

  • Clerk (Office)
  • Peon (Office)
  • Laboratory Attendant(Physics)
  • Laboratory

যোগ্যতা – 
এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশে এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবেন।

বয়স সীমা  
আগ্রহী চাকরিপ্রার্থীদের গ্রুপ ডি ও ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। বিজ্ঞপ্তিতে বয়স বিষয়ে কিছু উল্লেখ করে দেয়নি।


আবেদন পদ্ধতি – 

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র ডাউনলোড করে আবেদনপত্র সাথে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে রেজিস্টার বা স্পিড পোস্টে আবেদন পত্র পাঠাতে হবে। অথবা সরাসরি কলেজে গিয়ে হাতে হাতে জমা দিতে পারবেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।


আবেদনের শেষ তারিখ – 23/11/2023 পর্যন্ত।


আবেদনের ফর্ম -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ