রাজ্যে আবার নতুন ভাবে কর্মী নিয়োগ bsk তে । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -
পদের নাম -
1. DEO
2. SSP
3. Other
শিক্ষাগতা যোগ্যতা -
যারা এই পদে আবেদন করতে চান গ্রাজ্যুয়েশান পাশ করলে আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
এই পদে আবেদন করতে গেলে 21-40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।
মাসিক বেতন -
এই পদে যারা আবেদন করবেন বেতন 23,000 থেকে শুরু ।
নিয়োগ পদ্ধতি -
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে ।
আবেদনের পদ্ধতি -
চাকরিপ্রার্থীরদেরকে অফলাইনে আবেদন করতে পারবে । সমস্ত ডকুমেন্ট দিয়ে ফর্মটি আবেদন করতে পারবে ।
আবেদনের জন্য ডকুমেন্ট -
১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।
২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।
৩| কাস্ট সার্টিফিকেট ।
৪| ভোটার কার্ড ।
৫|আধার কার্ড ।
৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box