রাজ্যে 3000 শূন্যপদে হোমগার্ড নিয়োগ । অষ্টম পাশে আবেদন করতে পারবে । Wb homeguard job 2023

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ । রাজ্যে আবার ও হোমগার্ড পদে কর্মী নিয়োগ । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । তবে কিভাবে আবেদন করতে হবে সেটা নিচে আলোচনা করা হলো -



পদের নাম -

পশ্চিমবঙ্গ পুলিশে হোমগার্ড পদে নিয়োগ । সমপ্ত জেলা থেকে আবেদন করুন ।


শিক্ষাগতা যোগ্যতা -

এই পদে যারা আবেদন করতে চান অষ্টমশ্রেনী পাশ করলে আবেদন করতে পারবে । কোন রকম আলাদা অভিজ্ঞতা লাগবে না ।



বয়সসীমা -

এই পদে 18-40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় সরকারি নিয়োগ অনুযায়ী SC/ST-5 বছর, OBC -3 বছর পর্যন্ত । 


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।

শারিরীক পরিমাপ -

GenderMinimum HeightMinimum WeightMinimum Chest
Male160 cm51 kgs76 cm
Female152 cm44 kgs

নিয়োগের পদ্ধতি -
চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, শারিরীক পরীক্ষার মাধ্যমে নিয়োগ । রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে পূজোর আগে নিয়োগ হবে ।

শারিরীক পরিক্ষা -
Male1) 800 Meter Run in 3 Minute
2) 100 Meter Run within 15 Seconds
3) 12 ft long jump
Female1) 400 Meter Run in 2 Minute
2) 100 Meter Run within 15 Seconds
3) 8 ft Long Jump

আবেদনের লিংক -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ