রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক, পিওন, গ্রুপ ডি পদে নিয়োগ । অষ্টম পাশে আবেদন করুন

 রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটিতে তথা বিশ্ববিদ্যালয়ে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। ন্যুনতম এবং শুধুমাত্র অষ্টম পাশ যোগ্যতা থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরন নিম্নরূপ।




পদের নাম -

1. Clerk 

2. Peon

3. Group D

4. Hostel Attendent 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 18,500/- টাকা থেকে শুরু হচ্ছে।


প্রার্থীর বয়সসীমা: উপরের সব পদের জন্য বয়সসীমা সমান। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 18/06/2023 এবং 19/06/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। দুপুর 12 টা থেকে শুরু হবে ইন্টারভিউ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।


অফিসিয়াল নোটিশ -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ