5000শূন্যপদে রেলে নতুন ভাবে কর্মী নিয়োগ । RRB Recruitment 2023

 চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির খবর রেলের তরফ থেকে নতুন ভাবে কর্মী নিয়োগ । প্রায় 5000 শূন্যপদে এই নিয়োগ হবে । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -



পদের নাম - 

Staff Nurse পদে নিয়োগ হবে । 


শিক্ষাগতা যোগ্যতা -

এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান 12th/GNM পাশ করলে আবেদন করতে পারবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।




বয়সসীমা

এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


মাসিক বেতন -

এই পদে মাসিক বেতন 44,000 পর্যন্ত দেওয়া হবে । 


বয়সের ছাড় -

SC/ST - 5 YEARS 

OBC - 3 YEARS 

PWD - 10 YEARS 


আফিসিয়াল নোটিশ -

Available soon


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ