৩৭০০০ বেতনে রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

 চাকরিপ্রার্থীদের জন্য নতুন ভাবে নিয়োগ হচ্ছে কর্মী লাইব্রেরিয়ান পদে । সমস্ত জেলা থেকে নতুন ভাবে কর্মী নিয়োগ। পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -



পদের নাম -

রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ হবে । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে ।


নিয়োগ পদ্ধতি -

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর যে কোন পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে । কোন লিখিত পরীক্ষা হবে না ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।



শিক্ষাগতা যোগ্যতা -

যে সভস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান M.A পাশ লাইব্রেরি সায়েন্স নিয়ে 55% নম্বর পেলে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

চাকরিপ্রার্থী 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় ও দেওয়া হবে । 


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ