৩৫০০০ বেতনে আধার দপ্তরে বিরাট নিয়োগ, গ্রাজ্যুয়েশান পাশে আবেদন করুন

 আধার কার্ড দপ্তরে কর্মী নিয়োগ, সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । চাকরিপ্রার্থীদের জন্য নতুন আপডেট নতুন বিজ্ঞপ্তি আধার কার্ড বিভাগে । কিভাবে আবেদন করতে পারবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -



পদের নাম -

1. Regional Officers (RO)

2.Section Officers (SO)

3.Deputy Director

4.Sr. Account Officer

5.Assistant Account Officer

6.Dy. Director

7.Accountant

8.Stenographer 

9.Assistant and Other Vacancies


শিক্ষাগতা যোগ্যতা -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান স্নাতক পাশ করলে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

১৮ থেকে ৫৯ পর্যন্ত আবেদন করতে পারবে ।


মাসিক বেতন -

প্রতিমাসে ২৩০০০ থেকে ৪৫০০০ পর্যন্ত আবেদন করতে পারবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।



নিয়োগ প্রক্রিয়া -

1. লিখিত পরীক্ষা 

2. ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ ।


আবেদনের শেষ তারিখ -

24/03/2023


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ